ঢাকাবুধবার , ১৫ সেপ্টেম্বর ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

রাজারহাটে তিস্তার ভাঙ্গনে বসতভিটে হারা ১৭শ পরিবারের মাঝে ত্রিপাল বিতরণ

দৈনিক বাংলাদেশ জনপদ
সেপ্টেম্বর ১৫, ২০২১ ১১:৫০ অপরাহ্ণ । ৫০ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া খান বিটন, রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ-


বুধবার দুপুর ২ঃ০০ঘটিকায় রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের সরকার বাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে সরকার অনুমোদিত একটি বেসরকারি সেবা সংস্থা পিপলস ইম্প্রভিমেট সোসাইটি অফ বাংলাদেশ এর উদ্যোগে তিস্তানদীতে বসতভিটা হারানো ১৭শ পরিবারের মাঝে ত্রিপাল বিতরণ করা হয়।উল্লেখ চলতি বছরে গত তিন মাসে ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের গতিয়াসাম ও বগুড়া পাড়ায় প্রায় ২হাজার বসতভিটা তিস্তার ভাঙ্গণে বিলীন হয়ে যায়।সরকারী সাহায্য সহযোগীতা চলমান থাকলেও তাও ছিলো অপ্রতুল।এই প্রথম কোন বেসরকারি সেবামুলক সংস্থা বৃহত্তর পরিসরে ভাঙ্গন কবলিত মানুষের পাশে এসে দাড়ালেন।ত্রিপাল বিতরণে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী,উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম,রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার,কুড়িগ্রাম-২ আসনের এমপি পুত্র আবু সুফিয়ান পাভেল,উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আমজান হোসেন,যুগ্ন আহবায়ক ওয়াহেদ আলী প্রমুখ।ত্রিপাল বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধায়ন করেন পিসব এর প্রকল্প পরিচালক ইমরান হোসাইন হাবিবী।