মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার |
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা মোছাঃ লিপি আক্তারের বিরুদ্ধে টাকা গ্রহণের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে হরিপুর উপজেলার ভাতুরিয়া গ্রামের হোসেন মোঃ আলীর স্ত্রী মোছাঃ শাহানাজ পারভিন (২২) গত ১৩ এপ্রিল রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডি এন সি করতে আসে।এসময় কর্তব্যরত সেবিকা মোছাঃ লিপি আক্তার বিনিময়ে তার নিকট এক হাজার দুই শত টাকা গ্রহণ করে।সরকারি হাসপাতাল
টকা গ্রহনের বিষয় জানতে চাইলে উক্ত সেবিকা জানায় যে ডি এন সি করতে আসা রোগীদের কাছে এক হাজার দুই শত টাকা নেয়া হয়।আর এই টাকা হাসপাতালের উনয়ন কাজে ব্যবহৃত হয়।সাংবাদিকের নিকট অভিযোগ হওয়ার বিষয়টা জানতে পেরে হাসপতালের আর এম ও ডাঃ মোাঃ ফিরোজ আলম জানান এই বিষয়ে আমি কিছু জানিনা । হাসপাতলের কেউ যদি দুর্নীতির সাথে জড়িত থাকে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে অনেক আয়া আছে তাদের সরকারি বেতন নেই তাদেরকে কেউ যদি বকসিস দেয় সেটা আলাদা ব্যাপার।এই ব্যাপারে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আব্দুস সামাদ চৌধুরীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, মামা আমি তো আছি। এ বিষয়টি নিয়ে ঠাকুরগাঁও সিভিল সার্জনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন আপনারা একটা লিখিত অভিযোগ দেন আমি ব্যবস্থা নিবো।