বাংলাদেশ জনপদ, ডেস্ক রিপোর্টঃ-
ইন্টারনেট ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পণ্য ও সেবা কেনাবেচার অন্যতম মাধ্যম হলো ই-কমার্স। দিনদিন এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
রিং আইডি এসপিসি সহ বেশ কিছু ই-কমার্স প্রতিষ্ঠান জনপ্রিয়তার দিক দিয়ে এগিয়ে ছিলো ৷ কিছু অসাধু এজেন্টের নামে মামলা হয় ৷
স্বরাষ্ট্রমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেন, রিং আইডি এসপিসি সহ সকল ই-কমার্স প্রতিষ্ঠানের পেমেন্ট আটকে আছে ৷ অতি শিঘ্রই এসব পেমেন্ট গ্রাহকদের ফিরিয়ে দেয়া হবে ৷ তবে তিনি আরও বলেন যারা ই-কমার্স নিয়ে গুজব ছড়াবেন তাদের আইনের আওতায় আনা হবে ৷ যে সব প্রতিষ্ঠান গ্রাহকদের সাথে প্রতারণা করবে তাদের ব্যবস্থা নেয়া হবে প্রচলিত আইনের মাধ্যমে ৷ উল্লেখ্য, কয়েক মাস আগে কিছু গ্রাহকের অভিযোগের পরিপ্রেক্ষিতে রিং আইডি সহ কিছু প্রতিষ্ঠানের নামে মামলা হয় ৷ এরপর তাদের কার্যক্রম বন্ধ হয়ে যায় ৷