ঢাকাশুক্রবার , ৩ সেপ্টেম্বর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনে মাদকদ্রব্য গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার!!

দৈনিক বাংলাদেশ জনপদ
সেপ্টেম্বর ৩, ২০২১ ৫:০৪ অপরাহ্ণ । ৫২ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা জেলা প্রতিনিধি :-

ভোলা লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের মঙ্গল শিকদার লঞ্চঘাট থেকে তিন মাদক কারবারি কে গ্রেফতার করেছে লালমোহন থানা পুলিশ।

(৩ সেপ্টেম্বর) শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃমাকসুদুর রহমান মুরাদ
এর নেতৃত্বে ভোর ০৪ঃ৪০ ঘটিকার সময় এসআই (নিঃ) নুরউদ্দিন, এএসআই (নিঃ) হাসান, এএসআই (নিঃ) মাহবুব ও সঙ্গীয় ফোর্স সহ লালমোহন থানার মঙ্গল সিকদার লঞ্চঘাট বেরীবাধ মসজিদের সামনে রাস্তার উপর থেকে একটি অটোরিকশা হইতে দুটি কালো রক্ষিত হলুদ কস্টটেপে মোড়ানো ৭টি পোটলায় মোট ১৩কেজি ৩৫০গ্রাম গাজাঁ সহ ৩ জন কে আটক করা হয়েছে।

স্হানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লালমোহনের ধলিগৌরনগর ইউনিয়নের রহিমপুর এলাকার মোঃ
কাঞ্চন হাওলাদারের পু্ত্র মোঃরিপন(২৫),মোঃআজিজুলের পুত্র মোঃইলিয়াস(৩০),মোঃছিদ্দিকের পুত্র মোঃআলাউদ্দিন(৩২) দীর্ঘ দিন ধরে মাদক কারবারি করে আসছেন। অন্য দিনের মতো আজকেও মাদকের বড় একটি চালান নিয়ে বিক্রি করতে যাওয়ার সময় পুলিশ খবর পেয়ে তাদের কে আটক করেন।

লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃমাকসুদুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স, আসামিদের বিরুদ্ধে মাদক আইনে লালমোহন থানায় মামলা
প্রক্রিয়াধীন।