এ.সি.ডি.অর্জুন, ভোলা |
মজিব বাংলার আদর্শ, মজিব বাংলার শ্রষ্টা, মজিব বাংলার হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী। এ রকম লক্ষ উপাধি পাওয়ার যোগ্য ছিলেন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান। আর তাকে নিয়ে কাব্য রচনা করা যেকোন লেখকের জন্য বড় সৌভাগ্যের বিষয় হলেও মহা কাব্য রচনাতো বিশাল ব্যপার। ঠিক তেমনই একটি বিশালতার স্বাক্ষর রেখেছেন শরিয়তপুর জেলার কৃতি সন্তান ও ভোলা জেলা আনসার কমান্ডেন্ট কবি আহসান উল্লাহ। বিসিএস শিক্ষায় শিক্ষিত মেধাবী কবি আহসানউল্লাহ তার সকল মেধা খাটিয়ে রচনা করেছেন মহাকাব্য ‘মজিব নামা’। রবিবার(১৪ মে) ভোলা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সেই মজিব নামা গ্রন্থের প্রথম ও দ্বিতীয় খন্ড এবং ‘চৌষট্টি জেলার সনেট’ নামক বই তিনটি তুলে দেন মজিব সহচর তথা বাংলাদেশের রাজনৈতিক আকাশের জীবন্ত কিংবদন্তি নেতা ও ভোলা-১ আসনের মাননীয় সাংসদ তোফায়েল আহমেদ এর হাতে। জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ‘মজিব নামা’ গ্রন্থটি সরাসরি লেখকের হাত থেকে পেয়ে মহা খুশি প্রকাশ পায় জাতীয় নেতা তোফায়েল এর চোখে মুখে। এসময় তিনি লেখক আহসান উল্লার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। কবি আহসান উল্লাহও নিজের লেখা বইগুলো নিজ হাতে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর রাজনৈতিক সচিব বর্ষিয়ান নেতা তোফায়েল এর হাতে তুলে দিতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলে অভিব্যক্তি প্রকাশ করেন। এ সময় ভোলার জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই লাহী চৌধুরী ও পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সহ আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) তামিম আল ইয়ামিন, ডিডি এন এস আই মোঃ শামছুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, কোস্টগার্ড এর অপারেশন অফিসার লেপ্টেঃ মেহেদী হাসান, এনডিসি মোঃ আবু সাঈদ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা,জসীম উদ্দিন ও আরাফাত হোসেন, ভোলা জেলা মাদক অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম, ভোলা পৌরসভার মেয়র মোঃ মনিরুজ্জামান, ভোলা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান মোঃ ইউনুছ, দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম খান, বোরহান উদ্দিন পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম, তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল ও সদর থানার ওসি শাহিন ফকির সহ ভোলা জেলার বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধি ও সরকারি সকল দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।