ঢাকাবৃহস্পতিবার , ১৬ মার্চ ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

শাহ বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম ।
মার্চ ১৬, ২০২৩ ১০:১৩ অপরাহ্ণ । ৪০ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম ।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শাহ বাজার উচ্চ বিদ্যালয়ের ২০২১- ২২ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬মার্চ) দুপুর ১২ টায় বিদ্যালয় শহীদ মিনারে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন। বিশেষ অতিথি ছিলেন বড়ভিটা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নূর মোহাম্মদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি, ফুলবাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া মিঞা।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রোস্তম আলী বকসীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তৌহিদুল হক পোদ্দার কাস্টম, সহকারী শিক্ষক তৌহিদুল ইসলাম, দশম শ্রেণির শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন ফরহাদ, নবম শ্রেণির শিক্ষার্থী রিনি খাতুন ও বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে সুমাইয়া আক্তার কনা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি সফিয়ার রহমান রব্বানী, সিনিয়র সহকারী শিক্ষক শাহজাহান আলী, অজিত কুমার রায়, ইউনুস আলী, সহকারী শিক্ষক নাজমা বেগম, জোসনা বেগম, খোরশেদ আলম, মাইদুল ইসলাম সাংবাদিক মোস্তাফিজার রহমান জাহাঙ্গীরসহ বিদ্যালয়টির শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।
বিদ্যালয়টির সহকারী শিক্ষক সুজাউদ্দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পরিক্ষা উপকরণ তুলে দেন অতিথি বৃন্দ। এরপর মৌলভি শিক্ষক নুর ইসলামের পরিচালনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।