ঢাকাবৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষকের কাছে বিচার না পাওয়ায় স্কুল কক্ষেই শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

এম এ অন্তর হাওলাদার :
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ৭:০৩ অপরাহ্ণ । ৪৭ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম এ অন্তর হাওলাদার |

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে দশম- শ্রেণির এক শিক্ষার্থী স্কুল প্রধানের কাছে উক্ত্যক্তের বিচার চেয়ে বিচার না পাওয়ায় সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটান দশম শ্রেণির ওই শিক্ষার্থী।
স্কুল শিক্ষার্থী ও পরিবার জানান, স্কুলে আসা-যাওয়ার পথে শশীভূষণ থানাধীন রসুলপুর ৩ নম্বর ওয়ার্ডের মো. শামসুর রহমান পন্ডিতের ছেলে মো. তুহিন পন্ডিত (৩৫) নামে এক বখাটে সম্প্রতি সময়ে তাকে উত্ত্যক্ত করে আসছিল। এ  ঘটনার বিষয়টি ওই বিদ্যালয়ের শিক্ষকদেরকে শিক্ষার্থী ও তাঁর পরিবার জানানের পরেও কোনো কর্নপাত না হওয়ায় মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) সকলে লোকলজ্জায় স্কুল কক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই শিক্ষার্থী ।
অন্যদিকে উক্ত্যক্তকারী তুহিন পন্ডিত এলাকায় প্রভাবশালী হওয়ায় তার ভয়ে মুখ খুলতে এবং থানায় লিখিত অভিযোগ দিতে সাহস পাচ্ছে না বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেনকে ফোন দেয়া হলে তিনি উত্তেজিত হয়ে মোবাইল ফোনে সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করা সহ বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন শেষে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে তাঁর বাবা-মায়ের জিম্মায় তাকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে। তবে উক্ত্যক্তকারী ওই যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান রাহুল সাংবাদিকদের সাথে স্কুল প্রধানের  এহেন আচরণের দুঃখ প্রকাশ করে বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।