আমির হামজা, ভোলা
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভোলার নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মোঃ জাহাঙ্গীর আলম কে গতকাল ৬ সেপ্টেম্বর সোমবার দুপুরে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সাথে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভোলার নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে যোগদান করেছেন আবু সালেহ মোঃ নুরনবী।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভোলার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভোলার সহকারী প্রকৌশলী সৌরভ আনী, উপসহকারী প্রকৌশলী মোঃ মনির হোসেন, উপসহকারী প্রকৌশলী মোঃ আক্তার হোসেন, উপসহকারী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বিদায় নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলমের ভূয়সী প্রশংসা করেন। অন্যদিকে সদ্য যোগদানকৃত নির্বাহী প্রকৌশলী আবু সালেহ মোঃ নূর নবীকে বরণসহ সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় বিদায় নির্বাহী প্রকৌশলীকে উপহার সামগ্রী উপহার তুলে দেন কর্মকর্তা-কর্মচারীগন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভোলার ইডি মোহাম্মদ হানিফ, আবু বক্করসহ কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ঠিকাদার গণপতির ছিলেন।