ঢাকাসোমবার , ১৭ এপ্রিল ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাসী হামলা ও ভাংচুর বোরাহানউদ্দিনে বিএনপির ইফতার পণ্ডের অভিযোগে সংবাদ সম্মেলন 

এইচ আর সুমন, ভোলা |
এপ্রিল ১৭, ২০২৩ ১০:৫১ অপরাহ্ণ । ৪১ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এইচ আর সুমন, ভোলা |

সরকারি দলের নামধারী সন্ত্রাসীরা হামলা ও ভাংচুর চালিয়ে বোরহানউদ্দিন পৌরবিএনপির ইফতার মাহফিল পণ্ড করে দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আজ সোমবার ১৭ই এপ্রিল ২৫শে রমজান দুপুরে বোরহানউদ্দিন পৌর বিএনপির সম্পাদক মনিরুজ্জামান করিব এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে মনিরুজ্জামান কবির জানান, আজ ১৭ই এপ্রিল সোমবার ইফতার মাহফিল হওয়ার কথা ছিল। এজন্য ১৬ই এপ্রিল রবিবার ২০২৩ইং তারিখে উপজেলা বিএনপি অফিসের বিপরীত পার্শ্বে আমাদের নিজস্ব জায়গায় প্যান্ডেল তৈরি করা হয় এবং সেখানে অতিথিদের জন্য চেয়ার, টেবিল বসানো হয়। কিন্তু দঃখজনক হলেও সত্য গতরাত অর্থাৎ ১৬ই এপ্রিল দিবাগত রাত ১২.১৫ মিনিটের সময় বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সভাপতি তাজউদ্দিন কমিশনার ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল, বর্তমান সভাপতি হাসান মুন্না, সাধারণ সম্পাদক বিডি বাপ্পির নেতৃত্বে ১৫০/১৬০ জনের একটি ছাত্রলীগের সন্ত্রাসী দল মাঠের গেট ভেঙ্গে প্রবেশ করে পুরো প্যান্ডেল ভেঙ্গে ফেলে। চেয়ার, টেবিলগুলো গুরিয়ে দেয়। এ সময় তাদের সাথে উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ছিল বাপ্তা, সভাপতি পৌর ছাত্রলীগ, নুরনবী, সাধারণ সম্পাদক পৌর ছাত্রলীগ, আরিফ সভাপতি, কলেজ ছাত্রলীগ, সাকিল, সেক্রেটারী কলেজ ছাত্রলীগ, ইসমাইল কলেজ সভাপতি, পলিটেকনিক ছাত্রলীগ, নাইম, সেক্রেটারী, পলিটেকনিক ছাত্রলীগ, নাইম সিকদার, শান্ত, সাগর, ফাহাদ, ইমাম, সৈকত, আফসার উদ্দিন, সিহান, মোহর, হাবিব উল্লেখযোগ্য। এই সময়টাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা রাখা হয়, ঘটনার পরে আবার বিদ্যুৎ আসে।
এর আগে বোরহানউদ্দিনের সকল ইউনিয়নে ইফতার মাহফিল হলেও কেবলমাত্র গঙ্গাপুর ইউনিয়নে ইফতার মাহফিলের প্যান্ডেল ভেঙ্গে ফেলা হয়। সেখানকার চেয়ার, টেবিলগুলো ভেঙ্গে ফেলা হয় এবং ৪০০ চেয়ার লুট করে নিয়ে যায়।

এর আগে গত ২০১৪ইং সালে একই ভাবে পরপর দুই বার সাবেক এমপি হাফিজ ইব্রাহিম সাহেবের বাসায় বিদ্যুৎতের লাইন বন্ধ করে হামলা চালানো হয়। ঈদ করতে তার স্ত্রী এবং ছেলে বোরহানউদ্দিনে আসলে তাদের উপরে আক্রমণ চালানো হয়।

 

এইচ আর সুমন।।