ঢাকারবিবার , ২২ আগস্ট ২০২১
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু

দৈনিক বাংলাদেশ জনপদ
আগস্ট ২২, ২০২১ ১১:৪৩ অপরাহ্ণ । ৫০ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া ভূঁইয়া, ফেনী :–

ফেনীর সোনাগাজী উপজেলার চরলক্ষীগঞ্জ হাফেজ সামছুল হক এতিমখানা ও মাদ্রাসার হিফজ বিভাগের আরাফাত হোসেন (৯)নামে এক ছাত্রের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে।নিহত আরাফাত হোসেন  উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের ছয়আনি গ্রামের নাজের কোম্পানীর বাড়ির ফানাউল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২২ আগস্ট) ফজরের আজানের পর সহপাঠীদের সাথে অজু করতে পুকুর ঘাটে যায় আরাফাত। অজু শেষে অন্যরা মসজিদে গেলেও সে যায়নি।পরে সকাল ৯টায় স্থানীয় লোকজন মাদ্রাসার পার্শ্ববর্তী একটি ডোবায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় ওই ডোবা থেকে আরাফাতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সোনাগাজী সার্কেলের এএসপি মাশকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।