ঢাকাবুধবার , ১১ আগস্ট ২০২১
আজকের সর্বশেষ সবখবর

স্বর্ণের বার আত্মসাৎ: ফেনী ডিবির ওসিসহ ৬ পুলিশ সদস্য বরখাস্ত

দৈনিক বাংলাদেশ জনপদ
আগস্ট ১১, ২০২১ ৯:৫৮ অপরাহ্ণ । ৭৬ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া ভূঁইয়া, ফেনী প্রতিনিধি :-

 চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ২০টি স্বর্ণের বার নিয়ে আত্মসাতের ঘটনায় পুুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসিসহ ছয় কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।ফেনীর পুলিশ সুপার খন্দকার নুরুন্নবী বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, বুধবার(১১আগষ্ট)বিকেলে ওই ছয় পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়।
বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন ফেনী ডিবির ওসি সাইফুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) মোতাহের হোসেন, মিজানুর রহমান ও নুরুল হক এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অভিজিত বড়ুয়া ও মাসুদ রানা।
এর আগে দুপুরে ছয় পুলিশ কর্মকর্তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়।ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক আব্দুল্লাহ খান সাইফুল ইসলামের চার দিন ও বাকিদের তিন দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
পুলিশ সুত্রে জানা যায়,রোববার(৮ আগষ্ট) বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলেন স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি। ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় পৌঁছালে ডিবির ওই সদস্যরা তার গাড়ি থামান। ওই সময় তার কাছে থাকা ২০টি স্বর্ণবার নিয়ে যান তারা।এ ঘটনায় গোপাল কান্তি পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া যায়।প্রথমে পুলিশ চারজনকে আটক করে। তাদের জবানবন্দি অনুযায়ী আরও দুজনকে আটক করা হয়।মঙ্গলবার (১০ আগষ্ট)রাতে গোপাল কান্তি তাদের নামে ফেনী মডেল থানায় মামলা করেন। মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। পুলিশ গ্রেফতারকৃত  আসামিদের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে।