স্টাফ রিপোর্টার |
বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে স্বাধীন যুব উন্নয়ন সংস্থার দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত। স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষে স্বাধীন যুব উন্নয়ন সংস্থার দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ)বিকাল সাড়ে ৪ টায় সংস্থার প্রধান কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয়।
স্বাধীন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো.রাকিবুল ইসলাম এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির চেয়ারম্যান মো.নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীগন। এসময় বক্তারা বঙ্গবন্ধুর জীবনী ও দেশ স্বাধীন হওয়ার পিছনে বঙ্গবন্ধুর অবদান নিয়ে আলোচনা করেন।এ ছাড়াও জাতীয় দিবস উপলক্ষে শিশুদের স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য সম্পর্কে আলোচনা করেন। পরে মাওলানা হযরত মোহাম্মদ হাসনাইন আল হাবিবীর এক বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।