ভোলা প্রতিনিধি |
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, ভোলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের কৃতি সন্তান রফিকুল ইসলাম রফিক। গত বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়,রফিকুল ইসলাম রফিক ভোলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের কৃতি সন্তান। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সফল সভাপতি ছিলেন।
রফিকুল ইসলাম রফিক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি,দেশ নায়ক জনাব তারেক রহমান কে দেশে ফিরিয়ে আনা ও নিরপেক্ষ নির্দলীয় সরকারের মাধ্যমে আগামী সংসদ নির্বাচন সহ সকল আন্দোলনে অগ্রনী ভুমিকা পালন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে,রফিকুল ইসলাম রফিক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে বিভিন্ন সংগঠন ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগের মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।