ঢাকাবৃহস্পতিবার , ১২ আগস্ট ২০২১
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় ধর্ষণ মামলার ১ আসামী গ্রেফতার

দৈনিক বাংলাদেশ জনপদ
আগস্ট ১২, ২০২১ ১১:০১ অপরাহ্ণ । ৫৩ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ছাইফুল ইসলাম জিহাদ,
নোয়াখালী, জেলা প্রতিনিধি :-

নোয়াখালীর হাতিয়া উপজেলায় ধর্ষণ মামলায় অভিযুক্ত এক আসামিকে আটক করেছে হাতিয়া থানা পুলিশ।
হাতিয়া উপজেলার ১০ নং জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রামে অভিযান চালিয়ে ধর্ষক’কে আটক করা হয় বলে বৃহস্পতিবার (১২ আগস্ট) হাতিয়া থানা থেকে জানানো হয়।

আটককৃত ব্যক্তি হলেন-মোঃ ফরহাদ হোসেন হৃদয় (২০)। সে জাহাজ মারা ইউনিয়নের বিরবিরি গ্রামের আব্দুল করিমের ছেলে।

উল্লেখ্য, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১৫ মে/ ২১ থেকে ৩০ মে/ ২১ খৃঃ এর মধ্যে, রাতে বিভিন্ন সময় একই গ্রামের প্রিয়া আক্তার (১২) নামের এক তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় ওই ধর্ষিতার মা’ ছায়েরা (৩৫)বাদী হয়ে গত রাত (১২ আগস্ট) হাতিয়া থানায় মামলা দায়ের করে। হাতিয়া থানা মামলা নং ১১।
জাহাজমারা তদন্ত কেন্দ্রের এসআই মোঃ মাসুদ আলম পাটোয়ারী জানায়, ভিকটিমের মা বাদী হয়ে মামলা দায়ের করার পর আমরা দ্রুত আসামীকে গ্রেপ্তার করে পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করি।