নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া ফরেষ্ট বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে হাতিয়া থানা পুলিশের একটি টিম। এইসময় একটি এলজি ও দুই রাউন্ড কার্টজ উদ্ধার করা হয়।
গতকাল বৃহস্পতিবার ২৩শে জুন রাত বারটার দিকে হাতিয়া জাহাজমারা ইউনিয়নের মেঘনা নদীর পাড় ফরেস্ট বাগান থেকে পরিত্যক্ত এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ।
হাতিয়া থানা ওসি আমির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জাহাজমারা ইউনিয়নের মেঘনার পাড় থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে হাতিয়া থানা পুলিশ।