মোঃছাইফুল ইসলাম জিহাদ, হাতিয়া
হাতিয়া উপজেলা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃজাকের হোসেন কে জাহাজমারা ইউনিয়নের কয়েকজন সন্ত্রাসীরা প্রাণ নাশের হুমকি দিয়েছে।
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ম্যাকপার্শ্বান গ্রামে গত ২৪/১০/২১ তারিখে জাহাজমারা সিডিএসপি রাস্তার মাথার নতুন বেড়ীর উপর মারামারির ঘটনা ঘটে। ঐসময় ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে ঐ এলাকার দাগী সন্ত্রাসী মোঃ আবুল কাশেম (৩৫),ও মোঃ সমীর উদ্দিন (৫০) সর্ব পিতা মৃত সুজায়েত হোসেন, মোঃ ফারুক উদ্দিন (২৫) পিং সমীর উদ্দিন, মোঃ জাহেদ উদ্দিন (৩৫) পিং মৃত সুলতান আহমদ সর্ব সাং ম্যাকপার্শ্বান ৮নং ওয়ার্ডের তরুন সাংবাদিক মোঃ জাকির হোসেনকে নিউজ করতে প্রথমে নিষেধ করে, নিউজ করলে প্রান নাশের হুমকি দেয় সন্ত্রাসীরা।
গত ২৫/১০/২১ ইং তারিখ রাত ৮.০০ টার সময় সাংবাদিক মোঃ জাকের হোসেন সংবাদ পূনরায় সংবাদকে সংগ্রহ করতে গেলে তাকে মেরে লাশ কেওড়া বাগানে ফেলে দিবে বলে ও হুমকি দেয়।
এ বিষয়ে ৪ জন সন্ত্রাসীর বিরুদ্ধে হাতিয়া থানায় জিডি করা হয়। জিডি নং ১১১০/১১ তাং ২৭/১০/২১ ইং,
এ বিষয়ে হাতিয়া উপজেলার সকল সংবাদকর্মীরা তীব্র নিন্দা জানান এবং তাদের কে আইনের আওতায় এনে সুবিচার করার জন্য অনুরোধ জানান। এভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে নানাভাবে সন্ত্রাসীদের হাতে নির্যাতনের শিকার হচ্ছে।