মোঃ ছাইফুল ইসলাম জিহাদ, হাতিয়া প্রতিনিধি :-
নোয়াখালীর হাতিয়ায় সাম্প্রদায়িক সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে হাতিয়া উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, সেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ ও শ্রমিকলীগের আয়োজনে,হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা ভাইসচেয়ারম্যান এডঃ মোঃ কেফায়েত উল্ল্যাহ সভাপতিত্বে,উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে,সাম্প্রদায়িক সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,পৌরমেয়র কে এম ওবায়েদ উল্লাহ বিপ্লব,বীর মুক্তিযোদ্ধা মানছুরুল হক, উপজেলা যুবলীগের আহবায়ক শাহ আজিজুর রহমান মিরাজ,উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মহিউদ্দিন মুহিন,উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ আল আমিন,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম রাজু প্রমূখ।
সভায় বিভিন্ন বক্তাগণ তাদের বক্তব্যের মাঝে হাতিয়ায় সাম্প্রদায়িক সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে তীব্র নিন্দা জানান।ভবিষ্যতে এ ধরনের সাম্প্রদায়িক সন্ত্রাস ও নাশকতার সৃষ্টি হয়। তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান আওয়ামিলীগের নেতাকর্মীরা।