মোঃ ছাইফুল ইসলাম (জিহাদ),
নোয়াখালী জেলা প্রতিনিধি :-
নোয়াখালী পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম পিপিএম,এর সার্বিক তত্বাবধানে হাতিয়া থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন এর নির্দেশনা মোতাবেক মোর্শেদ বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এর নেতৃত্বে এসআই/মোঃ মোজাম্মেল হোসেন এবং তার ফোর্সসহ অবৈধ মাদক বিরোধী অভিযানে হাতিয়া থানা এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী আক্তার হোসেন (৩৪) কে আটক করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায় আক্তার হোসেন (৩৪)সাং-মিয়াজীগ্রাম, নঙ্গলীয়ারচর (লাল পোল), ১নং ওয়ার্ড, ২নং চানন্দী ইউনিয়নের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে। তাকে গত ০৮/০৮/২০২১ খ্রিঃ সন্ধ্যা ০৭.৩৫ ঘটিকার সময় হাতিয়া থানাধীন ২নং চানন্দী ইউপিস্থ নঙ্গলীয়া ভূমিহীন বাজারের পূর্ব দক্ষিণে শামিমের স-মিলের সামনে পাকা রাস্তার উপর হতে ৪৮০গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে। এছাড়া হাতিয়া থানার মামলা নং-৯,তাং-০৯/৮/২১ইং রুজু পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে,উক্ত আসামীর বিরুদ্ধে ০১টি মাদক মামলা সহ ০৩টি মামলা রয়েছে।