ঢাকাবৃহস্পতিবার , ২ ডিসেম্বর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়া ইউপি সদস্য আল আমিন ও ইকবাল হোসেনকে সংবর্ধনা প্রদান

Rahim
ডিসেম্বর ২, ২০২১ ১১:১৫ অপরাহ্ণ । ৬৫ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ছাইফুল ইসলাম জিহাদ, হাতিয়া প্রতিনিধি:-

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নের মফিজিয়া আবাসিক এলাকার উদ্যোগে নব নির্বাচিত দুই ইউপি সদস্য মোহাম্মদ আল আমিন ও মো: ইকবাল হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলার চরকিং ইউনিয়নের সুখচর মফিজিয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

মফিজিয়া আবাসিক এলাকার আহবায়ক মো: ফাহিম উদ্দিন এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মফিজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুজাহিদুল ইসলাম, মাজেদিয়া মহিলা দাখিল মাদরাসার সুপার মো: জাফর উল্লাহ, মফিজিয়া জামে মসজিদের খতিব মৌলভী এনায়েত হোসেন, মুক্তিযোদ্ধা বাহার উদ্দিন প্রমূখ।

সংবর্ধনা শেষে ১শ৬৬ পরিবার নিয়ে গড়ে উঠা মফিজিয়া আবাসিক এলাকার নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে মো: ফাহিম উদ্দিনকে সভাপতি, মোহাম্মদ আল আমিনকে সাধারণ সম্পাদক ও মো: ইসমাইল হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়।