মোঃ ছাইফুল ইসলাম জিহাদ
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার হাতিয়া-৩ (জাহাজমারা) কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে “আমাদের স্বপ্ন ফাউন্ডেশনের” পক্ষ থেকে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
আজ রবিবার সকাল ৯ ঘটিকায় সরজমিনে গিয়ে দেখা যায় ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে সংগঠনটির পক্ষ থেকে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রম। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্যবৃন্দ ও জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ। শিক্ষকদের মধ্যে মোশারফ স্যার বলেন সবাইকে নিজেদের মধ্যে , সচেতন থাকতে হবে তাহলে আমরা সহজে এই covid-19 ভাইরাস থেকে বাঁচতে পারবো। শিক্ষকদের মধ্যে ফখরুল ইসলাম বলেন, এই মহামারি করোনা ভাইরাস থেকে আমাদের বাঁচতে হলে আমাদের, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, এবং মাক্স ব্যাবহার করতেন হবে।
সংগঠনটির পক্ষ থেকে আতিকুর রহমান বলেন, আমরা চাচ্ছি এই মহামারি করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে সবাই কে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাক্স বাধ্যতামূলক ব্যবহার করতে হবে, এইটা চিন্তা করে আমরা “আমাদের স্বপ্ন ফাউন্ডেশনের” পক্ষ থেকে এসএসসি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত আমরা এই কার্যক্রম চালিয়ে যাব।