মোঃ ছাইফুল ইসলাম জিহাদ, নোয়াখালী :–
নোয়াখালী বিচ্ছিন্ন দ্বিপ হাতিয়ায় ধর্ষণ মামলার ১আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। অদ্য ১৮/০৮/২১ খ্রিঃ নোয়াখালী পুলিশ সুপারের এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম হাতিয়া থানার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এস আই/ হোসেন ইবনে ভূঁঈয়া সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করা হয়।
হাতিয়া থানার মামলা নং- ১১, তাং- ১২/০৭/২০২১ ইং,ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩)এর ৯(১) এর পলাতক ১নং
গ্রেফতারকৃত আসামী হাতিয়া থানার মোঃ সুমন(১৯), পিতা- জাকের হোসেন,সাং- চরঈশ্বর, ফরাজীগ্রাম,২নং ওয়ার্ডের বাসিন্দা। হাতিয়া থানা ওসী আনোয়ারুল ইসলাম জানান গ্রেফতারকৃতকে মেঘনা নদী বোট হইতে গ্রেফতার করা হয়।