ঢাকাবুধবার , ১৩ অক্টোবর ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

২য় পদ্মা সেতু ও পুলিশকে ৫০০ কোটি টাকা দিবেন মুসা

দৈনিক বাংলাদেশ জনপদ
অক্টোবর ১৩, ২০২১ ১:৫৮ অপরাহ্ণ । ৫০ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জনপদ, ডেস্ক রিপোর্ট :-

সুইচ ব্যাংকে আটকেক থাকা তারা ৮২ মিলিয়ন ডলার পেলে দ্বিতীয় পদ্মা সেতু করে দেওয়ার পাশাপাশি পুলিশকে ৫০০ কোটি টাকা দেওয়ার ইচ্ছের কথা জানিয়েছেন আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসের।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে ডিবি কার্যালয়ে যান মুসা বিন শমসের। সেখানে সাড়ে তিন ঘণ্টার বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এরপর তাকে জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে ডিবি কার্যালয়ের গেটে সাংবাদিকদের এ কথা বলেন ডিবির যুগ্ম-পুলিশ কমিশনার হারুন-অর-রশীদ।
এসময় হারুন-অর-রশীদ বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভুয়া অতিরিক্ত সচিব আব্দুল কাদেরের বিষয়ে বিকেলে মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মুসা বিন শমসের বলেছেন, তার সুইচ ব্যাংকে আটকেক থাকা ৮২ মিলিয়ন ডলার পেলে তিনি পুলিশকে ৫০০ কোটি টাকা দিতে চেয়েছেন। এছাড়া তিনি দ্বিতীয় পদ্মা সেতু ও দুদকের ভবন করে দিতে চেয়েছেন।


ডিবির যুগ্ম কমিশনার (গুলশান) হারুন অর রশীদ বলেছেন, অতিরিক্ত সচিব পরিচয়দানকারী আবদুল কাদেরের প্রতারণার দায় মুসা বিন শমসের এড়াতে পারেন না।

ডিবির পুলিশের এ যুগ্ম কমিশনার আরো বলেন, মুসা বিন শমসের প্রতারক কাদেরকে তার আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। তাকে ২০ কোটি টাকার চেক দিয়েছেন। তাকে ‘বাবা’, ‘সোনা’ বলেও ডাকতেন। 
হারুন অর রশীদ বলেন, জিজ্ঞাসাবাদে মুসা বিন শমসের দাবি করেছেন তিনি কাদেরের প্রতারণার বিষয়ে কিছু জানেন না। আমরা তাকে বলেছি, একজন নাইন পাস লোককে আপনি না বুঝে কীভাবে নিয়োগ দিলেন, তার থেকে ১০ কোটি টাকা নিয়ে কীভাবে লাভসহ ২০ কোটি টাকার চেক দিলেন? এছাড়া মুসা সাহেব কাদেরের সম্পর্কে বেশি জানেন না বললেও আমরা তার সাথে কাদেরের অজস্র কথপোকথন পেয়েছি।
প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ডাকা হতে পারে বলে জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা। 
প্রসঙ্গত,সম্প্রতি অতিরিক্ত সচিব পরিচয়দানকারী আবদুল কাদের নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে ডিবি। তার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে জানতেই মুসা বিন শমসেরকে আজ ডাকা হয়েছিল ডিবি কার্যালয়ে। 


উল্লেখ্য, ডিবি পুলিশ জানতে পারে আবদুল কাদের ধনকুবের মুসা বিন শমসেরের আইন উপদেষ্টা হিসেবে নিজের পরিচয় দিতেন প্রতারক।