বন্ধুত্বের বন্ধন থাকুক চির অমলিন এই স্লোগানকে ধারণ করে শুরু হতে যাচ্ছে বরিশাল বিভাগীয় 10/12 ব্যাচের আয়োজনে এক মিলন মেলা।
২৫ মার্চ রোজ শুক্রবার বরিশালের প্লানেট পার্কে এই অনুষ্ঠান শুরু হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির সদস্যরা। প্রতি বছরই এই মিলন মেলার আয়োজন করে বরিশাল বিভাগীয় 10/12 ব্যাচের বন্ধুরা। এবছরও একটু ভিন্ন আঙ্গিকে নতুন সাজে বরিশালের জনপ্রিয় প্লানেট পার্ক চলছে প্রস্তুতিমুলক কাজ।
মোফাজ্জেল হোসেন জানান, প্রায় ৬৪ টি জেলা থেকে কয়েক শতাধিক বন্ধু/বান্ধুবীদের নিয়ে এ আয়োজন।
আয়োজক কমিটির সদস্যরা জানান দিনরাত অক্লান্ত পরিশ্রম দিয়ে আমাদের প্রোগ্রাম কে সফল করা এবং সকল বন্ধু বান্ধবীদের নিয়ে প্রোগ্রাম টা কে সুন্দরভাবে উদযাপন করাই আমাদের মূল লক্ষ্য এতেই আমাদের সফলতা।
ঢাকা থেকে জাহিদ ও তারেক জানান, 25 শে মার্চ আমাদের বরিশালের শিশু পার্কের প্রোগ্রামের জন্য ইতিমধ্যে আমরা সব প্রস্তুতি নিয়েছি এবং বরিশাল থেকে আমরা লঞ্চেযোগে প্রায় দেড়শতাধিক বন্ধু-বান্ধবীরা একত্রে বরিশালে যাব।
মৌসুমি আক্তার মুক্তা বলেন, আমার সংসার এবং কর্ম ব্যস্ততার মাঝেও বন্ধুদের সাথে প্রতিবছর একত্র হতে পেরে আমার খুব ভালো লাগে তাই এ বছর ও অংগ্রহন করবো।
আয়োজক কমিটির সদস্যরা জানান যা যা থাকছে, টিশার্ট, চাবির রিং, আইডি কার্ড, গেইম, সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলের নাস্তা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, রেফেল ড্র, ফটোসেশন ও সেলফিজোন সহ সারাদিনব্যাপী চলবে বন্ধু / বান্ধুবিদের জমানো আসর।