ঢাকারবিবার , ২২ আগস্ট ২০২১
আজকের সর্বশেষ সবখবর

৩০(ত্রিশ)লিটার চোলাই মদসহ ১মাদক ব্যাবসায়ী গ্রেফতার।

দৈনিক বাংলাদেশ জনপদ
আগস্ট ২২, ২০২১ ১১:৩৫ অপরাহ্ণ । ৬৬ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ছাইফুল ইসলাম জিহাদ, নোয়াখালী :–

নোয়াখালী জেলা চাটখিল থানার পৌরসভা ৩নং ওয়ার্ড থেকে এক মাদক ব‍্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযান কালে অফিসার ইনচার্জ চাটখিল থানার নেতৃত্বে এসআই(নিঃ)কৃষ্ণ কুমার দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঐএলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেফতারী ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানাধীন চাটখিল পৌরসভাস্থ ০৩নং

ওয়ার্ডের ভীমপুর মনগাজী ব্যাপারী বাড়ীস্থ আব্দুর রহমান প্রকাশ তাজুল ইসলাম এর বসত ঘরের সামনে হইতে অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরী ৩০(ত্রিশ)লিটার চোলাই মদসহ আসামী আব্দুর রহমান প্রঃ তাজুল ইসলাম প্রঃ(৫০),পিতা- মৃত দুলা মিয়া ব্যাপারী,মাতা- তৈয়বা খাতুন,সাং- ভীমপুর(মনগাজী ব্যাপারী বাড়ী)

,০৩নং পৌর ওয়ার্ড, চাটখিল পৌরসভা,থানা-চাটখিল থেকে উক্ত আসামীকে গ্রেফতার করে চাটখিল থানার মামলা নং-১২, তারিখ-২২/০৮/২০২১ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) এর সারনীর ২৪(খ)/৪১ রুজু করা হয়েছে।

নোয়াখালী জেলা সুপার বলেন মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমরা অঙ্গিকার বদ্ধ।