ফুলবাড়ীতে শাহবাজার উচ্চ বিদ্যালয়ের বিনম্র শ্রদ্ধায় পালিত অমর একুশে
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম |
ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছে শাহ বাজার উচ্চ বিদ্যালয়।
মঙ্গলবার সকাল ১০ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শাহবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী কর্মচারীবৃন্দ বিদ্যালয় হতে একটি রেলি বের হয়ে শাহ বাজার শহীদ মিনার চত্বরে শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে পুষ্পার্ঘ অর্পণ করে,আবারো বিদ্যালয় এসে প্রতিষ্ঠানের শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন। এরপর সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা, শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও দোয়া খায়ের করেন প্রতিষ্ঠানের মৌলভী শিক্ষক নুরুল ইসলাম।
সকাল ১১ টায় শাহবাজার উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতার আয়োজন করে।রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কে পুরস্কৃত করা হয়।
অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি রোস্তম আলী, প্রধান শিক্ষক বেলাল হোসেন স্বর্ণকার,সহকারি প্রধান শিক্ষক তৌহিদুল হক পোদ্দার কাস্টম,সহকারি শিক্ষক ইউনুছ আলী, তৌহিদুল হক, একরামুল হক, অজিত কুমার, নারায়ণ রায়,সুজাউদ্দৌলা, খোরশেদ আলম,হাসিনা সরকার, নাজমা বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।